Sandakphu Phalut trek by Desi Nomadz

🚶|| Dhotrey to Tumling [ 8Km 🚶 ]
05.11.2023

দার্জিলিং মেলে চেপে নিউ জলপাইগুড়ি পৌঁছে গেলাম সকাল 8:30 টার মধ্যে। আর একজন পাহাড়িয়া এক্সপ্রেসে ও অন্য আর একজন পদাতিকে চেপে নামল নিউ জলপাইগুড়ি। আমরা তিনজন প্রত্যেকেই আলাদা, অপরিচিত। এছাড়া চারজনের একটি গ্রুপ, যাঁরা স্কুলজীবনের বন্ধু। এই চার জন একদিন আগেই চলে এসেছিল। আমরা মোট সাতজন আর আমাদের গাইড করন জী। তারপর 10:45 নাগাদ সবাই একত্রিত হলাম শিলিগুড়ির দার্জিলিং মোড়ে। সেখান থেকে আমাদের এজেন্সি Desi Nomadz এর পাঠানো গাড়িতে চেপে রওনা দিলাম ধোতরে। মিরিক পেরিয়ে পশুপতিনগরের কাছে সবাই মোমো দিয়ে পেট পুজো ও প্রাথমিক আলাপ সেরে আবার গাড়িতে চেপে পড়লাম। আমাদের গাইড করন জী মানেভঞ্জন থেকে গাড়িতে চাপল, মানেভঞ্জন হয়ে অবশেষে পৌঁছলাম ধোতরে বিকল 4 টে নাগাদ। ঠান্ডার পারদ নিমেষে চড়ে গেল গাড়ি থেকে নামতেই। এবার পায়ে ভর করে চলতে হবে, তার প্রস্তুতি শুরু। আমাদের হাতে বেশি সময় নেই, ঘড়ির কাঁটার থেকে এমনিতেই ঘন্টা খানেক পিছিয়ে। জলে হাত দিতেই সূচের মত বিঁধতে লাগলো। ফ্রেশ হয়ে, দুপুরের ভোজন সেরে, চায়ে চুমুক দিয়ে পা বাড়ালাম সবাই বিকাল 4:30 নাগাদ, ধোতরে থেকে টুমলিং এর উদ্দেশ্যে।

Sandakphu Phalut trek by Desi Nomadz